অমিতাভ বচ্চনের পর এবার স্বচ্ছ ভারতের প্রচারে নামলেন অানুশকা শর্মা। এই প্রথম কোন মহিলা কেন্দ্রের স্বচ্ছ ভারত অভিযানে নামলেন। ঘরে ঘরে শৌচালয় প্রকল্পের প্রচারে দেখা যাবে বলিউডের এই সুন্দরীকে। দেশটির কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচিত করা হয়েছে তাকে। মন্ত্রণালয় মনে করেছে, অানুশকাকে এই অভিযানে শামিল করলে তাদের বার্তা আরও বেশি করে মহিলাদের কাছে পৌঁছে দেওয়া যাবে।
ইয়ং জেনারেশন এবং মহিলামহলে অনুষ্কার জনপ্রিয়তা যথেষ্ট। শুধুমাত্র সৌন্দর্য এবং স্টাইল স্টেটমেন্টের জন্যই নয়, বিভিন্ন সময় নানা ইস্যুতে যেভাবে এই বলি-সুন্দরী সরব হয়েছেন তা প্রশংসনীয়। সেইসব কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত মন্ত্রণালয়ের। স্বচ্ছ ভারত অভিযানের বার্তা তার মুখ থেকে দেওয়া গেলে তা বেশ গ্রহণযোগ্যতা পাবে বলে মনে করছে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রণালয়।
ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে টেলিভিশন ক্যাম্পেইনের জন্য। সূত্রের খবর, প্রত্যন্ত এলাকায় অনেক পুরুষই শৌচালয় তৈরির বিরুদ্ধে। কিন্তু মহিলাদের জন্য এটি খুবই জরুরি। তাঁদের সুস্থ স্বাস্থ্যর কথা মাথায় রেখে মাঠ-ঘাটে শৌচকর্ম করা বন্ধ হওয়া উচিত। অানুশকার অভিনয় হোক বা ব্যক্তিগত জীবন-সব সময়ই মেয়েদের অনুপ্রেরণা যুগিয়েছে। তাই মন্ত্রণালয় এই সচেতনতা-প্রচারে তাঁর উপর আস্থা রেখেছে।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৭/হিমেল