দিনাজপুরের চিরিরবন্দরে একটি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ ২৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে দিনাজপুর-রংপুর মহাসড়কের ফতেজংপুর এলাকায় এই অবরোধ শুরু হয়।
অবরোধের কারণে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, বগুড়া ও ঢাকাগামী শত শত যানবাহন আটকে পড়ে, ফলে দূরপাল্লার যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন বাড়ানো, পুরাতন শ্রমিক ছাঁটাই বন্ধ, বেপজার নিয়মে কারখানা পরিচালনা, অতিরিক্ত ওভারটাইম না করা, বহিষ্কৃত শ্রমিকদের পুনর্বহাল ও নতুন নিয়োজিত শ্রমিকদের জন্য ন্যূনতম সাড়ে ১০ হাজার টাকা বেতন নির্ধারণসহ ২৬ দফা দাবি জানিয়ে আসছিলেন। তবে কর্তৃপক্ষ দাবি মেনে না নেওয়ায় তারা বাধ্য হয়ে এই কর্মসূচি গ্রহণ করেন।
সকাল ১০টা ৪০ মিনিটে সেনাবাহিনী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন ও দশমাইল হাইওয়ে থানার ওসি মোহা. মনিরুজ্জামানের হস্তক্ষেপ ও আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেন। পরে ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
দশমাইল হাইওয়ে থানার ওসি মোহা. মনিরুজ্জামান জানান, শ্রমিকদের বেশ কয়েকটি দাবি কর্তৃপক্ষ মেনে নিয়েছে। বাকি দাবিগুলোর বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে অবরোধ প্রত্যাহার করে।
বিডি প্রতিদিন/জামশেদ