Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১ ফেব্রুয়ারি, ২০১৭ ০৩:০৬
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০১৭ ০৪:৫১

‘‌পদ্মাবতী’‌র নাম পরিবর্তন হতে পারে!

অনলাইন ডেস্ক

‘‌পদ্মাবতী’‌র নাম পরিবর্তন হতে পারে!

বিতর্কের জেরে এবার নিজের ছবির নামই বদলে ফেলতে পারেন সঞ্জয় লীলা বানসালি। ইতিহাস বিকৃত করার অভিযোগে জয়পুরে ‘‌পদ্মাবতী’ ছবির শ্যুটিংয়ের মধ্যে রাজপুত কর্ণী সেনার হাতের শারীরিক নিগ্রহের শিকার হতে হয়েছে সঞ্জয়কে। 

এই ঘটনার পর সঞ্জয় দাবি করেছেন, ‘‌পদ্মাবতী’‌ ছবিতে কোনও বিতর্কিত দৃশ্য নেই। যদিও এই আশ্বাসে শান্ত হতে নারাজ রাজপুত কর্ণী সেনার কর্মীরা। তাদের দাবি, ফিল্মের খুঁটিনাটি তাদের দিয়েই দেখিয়ে নিতে হবে। না হলে আর শ্যুটিং করতে দেবে না তারা। এই মুহূর্তে শ্যুটিংয়ের কাজ ছেড়ে মুম্বাইয়ে অবস্থান করছেন সঞ্জয়। ‌ ‌‌

উল্লেখ্য ‘‌পদ্মাবতী’ ছবিতে অভিনয় করেছেন দীপিকা পাডুকোনে, রণবীর সিং ও শাহিদ কাপুর। সঞ্জয় লীলা বানসালির এই নিগ্রহের ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন বলিউডের এই তিন তারকাসহ আরও অনেক বলিউড অভিনেতা-অভিনেত্রী। 

বিডি-প্রতিদিন/ ১ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১০


আপনার মন্তব্য