ঢাকায় প্রথমবারের মতো বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস উদযাপন করেছে এভারকেয়ার হসপিটাল ঢাকা। দিবসটি উপলক্ষে রাজধানীতে এক বিজ্ঞান বিষয়ক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটির উদ্দেশ্য—ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপির অপরিহার্য ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, চিকিৎসার সহজলভ্যতা নিশ্চিত করা এবং রেডিয়েশন থেরাপি বিষয়ে প্রচলিত বিভ্রান্তি দূর করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশ-এর সিইও ও ম্যানেজিং ডিরেক্টর ডা. রত্নদ্বীপ চাস্কার, ঊর্ধ্বতন কর্মকর্তা, অনকোলজিস্ট ও বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাঁরা রেডিওথেরাপির অগ্রগতি, রোগীদের চিকিৎসা এবং বিভ্রান্তি দূরীকরণ প্রসঙ্গে বিশেষ আলোচনা করেন।
বিডি প্রতিদিন/আশিক