বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত তার সোজাসাপ্টা কথা বলার জন্য বরাবরই আলোচনায় ছিলেন। তার এই স্বভাবের জন্য কম সমালোচনাও হয়নি। সবসময়ই ফিল্মি দুনিয়া নিয়ে বেপরোয়া কথা বলেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা রানাউত জানালেন, তিনি কখনই নিজেকে হলিউডের ‘পণ্য’ হিসেবে মেলে ধরার প্রতি বিন্দুমাত্র আগ্রহী নন।
দীপিকা পাড়ুকোন এবং প্রিয়াঙ্কা চোপড়ার পর হলিউডে কঙ্গনাকে দেখা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "হলিউডে কাজ করার জন্য মোটেই মুখিয়ে নেই আমি। নিজের কাজকে নিজের ইন্ডাস্ট্রির জন্য গুরুত্বপূর্ণ করে তোলাটাই আমার লক্ষ্য। অন্য কোনো ইন্ডাস্ট্রির চাহিদা পূরণ করাকে মোটেও কোনো গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করি না আমি।"
কঙ্গনা আরও বলেন, "এখন হলিউডে কাজ করতে যাওয়ার চেষ্টা করা যে কারো জন্যই নির্বুদ্ধিতার বলে আমি মনে করি। তবে বিদেশি সিনেমায় কাজের ক্ষেত্রে একেবারে নেতিবাচক নই আমি। তবে সেই ক্ষেত্রে এমন কোনো ছবি হতে হবে যা আমাদের দেশে অর্থ আর কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। অন্য কোনো ইন্ডাস্ট্রির বিশাল একটা খাবারের থালায় আমি নিজেকে খাবারের অংশ হিসেবে মেলে ধরতে চাই না।।"
বিডি-প্রতিদিন/ ২ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২