মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাতটি মুসলিম দেশের ভিসা নিষিদ্ধকরনের যে বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিলেন এবার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুললেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স। এই হলিউড অভিনেত্রী ফেইসবুকে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে ট্রাম্পের এ অভিবাসন নিষেধাজ্ঞা নীতির প্রতি নিন্দা জানিয়েছেন।
জেনিফার বলেন, “যেসব মুসলিম শরনার্থীরা সন্ত্রাসী হামলার হাত থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছেন তাদের জন্য আমার খুবই কষ্ট হচ্ছে। ‘মুসলিম ভিসা’ নিষিদ্ধের এই সিদ্ধান্ত খুবই অমানবিক। শুধুমাত্র ধর্মের কারণে কারও উপর এমন অমানবিক ব্যবহার আমরা করতে পারি না।”
তিনি আরও বলেন, “আমাদের সবসময় অসহায় মানুষকে রক্ষা করতে সব সময় এগিয়ে আসা উচিত। আশা করি হোয়াইট হাউজ-এ বিবেচনা ও মানবিকতা বোধ ফিরে আসবে।”
বিডি-প্রতিদিন/ ২ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৪