Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০৯:২০
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০৯:২৪

অষ্টম দিনেই রা-ওয়ানের রেকর্ড ভাঙল 'রইস'

অনলাইন ডেস্ক

অষ্টম দিনেই রা-ওয়ানের রেকর্ড ভাঙল 'রইস'

রাহুল ঢোলাকিয়া পরিচালিত ‘রইস’- সিনেমার অষ্টম দিনের আয় ছাড়িয়ে গেছে তারই আরেক সিনেমা ‘রা-ওয়ান’ এর মোট আয়কে। এর মাধ্যমে শাহরুখ খান যেন নিজের রেকর্ড নিজেই ভেঙে চলেছেন। 

‘রইস’ সিনেমায় গুজরাটের একজন মদের ব্যবসায়ীর চরিত্রে দেখা গেছে শাহরুখ খানকে। সিনেমায় স্থানীয় এক পুলিশের চরিত্রে অভিনয় করেছেন নওয়াজ উদ্দিন সিদ্দিকি।

২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে রাজত্ব করে চলেছে ‘রইস’। মুক্তির অষ্টম দিনে এসে সিনেমাটি আয় করেছে ১১৪ কোটি রুপিরও বেশি, ছাড়িয়ে গেছে শাহরুখের সুপার-হিরো সিনেমা ‘রা-ওয়ান’-এর মোট আয়কে।

মুক্তির প্রথম দিনেই ২০ কোটি রুপি আয় করে ‘রইস’ নিজের আধিপত্যের জানান দিয়েছিল। পরবর্তী দিনগুলোতে এই আয় শুধু ঊর্ধ্বমুখীই হয়েছে। 

বলিউডের বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা জানান, '৩০ জানুয়ারি রইসের আয় ৮ কোটি ২৫ লাখ রুপি, ৩১ জানুয়ারিতে ৭ কোটি ৫২ লাখ রুপি এবং ১ ফেব্রুয়ারি ৭ কোটি ১০ লাখ। সব মিলিয়ে প্রথম সপ্তাহে ভারতে সিনেমাটির আয় ১১৪ কোটি রুপিরও বেশি।'

দেশের পাশাপাশি বিদেশেও ভালো ব্যবসা করছে সিনেমাটি,  বিদেশে প্রথম সপ্তাহে সিনেমাটি আয় করেছে ৬৪ কোটি ৩০ লাখ রুপি। সব মিলিয়ে খুব দ্রুতই ২০০ কোটি ছাড়িয়ে যাবে সিনেমাটির আয়।

বিডি প্রতিদিন/৩ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম


আপনার মন্তব্য