বলিউডে সম্পর্কের রসায়ন সাধারণের চেয়ে একটু আলাদা। এখানে বিয়ে, ছাড়াছাড়ি হরহামেশা ঘটছে। বহু তারকা আছেন যাদের দুই বা ততোধিক সংসার রয়েছে। এই সংসারগুলোর সদস্যদের মধ্যে সম্পর্ক নিয়েও বলিউডে চর্চা কম হয় না। যেমন: কারিনা কাপুরের সঙ্গে সাইফ এবং অমৃতা সিংয়ের মেয়ে সারার গভীর বন্ধুত্ব রয়েছে। কিন্তু অর্জুন কাপুরের সঙ্গে শ্রীদেবীর সম্পর্ক দা-কুমড়ার মতো। অনেক ক্ষেত্রে সৎ মায়ের সঙ্গে সন্তানদের বয়সের পার্থক্য এতটাই কম যে তারা একে-অন্যের বোনের মতো। আজ থাকলো এমন কিছু সেলেবদের খবর-
১) মান্যতা দত্ত এবং ত্রিশলা দত্ত
সঞ্জয় দত্তের প্রথম স্ত্রী ছিলেন রিচা শর্মা। তারই সন্তান এই ত্রিশলা। এর পর রিয়া পিল্লাইকেও বিয়ে করেন সঞ্জয়। তবে সে বিয়ে টেঁকেনি। এর পর ২০০৮ সালে মান্যতাকে বিয়ে করেন।এই মান্যতা এবং ত্রিশলার মধ্যে বয়সের পার্থক্য মাত্র ৯ বছর।
২) হেমা মালিনি এবং সানি দেওল
বলিউডে ধর্মেন্দ্র এবং হেমা মালিনির প্রেম কারও অজানা নয়। হেমার জন্য প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সংসার থেকে আলাদ হয়ে যান তিনি। হেমার সঙ্গে ধর্মেন্দ্রর প্রথম সন্তান সানি দেওলের বয়সের পার্থক্যও ৯ বছরের। হেমার জন্ম সাল ১৯৪৮ এবং সানি জন্মগ্রহণ করেন ১৯৫৭ সালে।
৩) পূজা বেদী এবং পারভিন দুসাঞ্জ
গত বছর পারভিন দুসাঞ্জের সঙ্গে ফের সাত পাকে বাঁধা পড়েন অভিনেতা কবীর বেদী। পারভিন কবীর বেদীর মেয়ে পূজার চেয়ে ৫ বছরের ছোট। শোনা যায়, পূজা এই বিয়েকে মেনে নিতে পারেননি। প্রকাশ্যেই তিনি এ নিয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন।
৪) সোনি রাজদান এবং পূজা ভাট
মহেশ ভাটের বড় মেয়ে পূজা-র সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী সোনি রাজদানের সম্পর্ক খুবই ভালো। ১৬ বছরের ছোট পূজা জানিয়েছেন সোনি এবং তিনি খুব ভালো বন্ধু। সোশ্যাল নেটওয়ার্কে মাঝে মধ্যে ফ্যামিলি সেলফি দেখেও সেটা আন্দাজ করা যায়।
৫) শ্রীদেবী এবং অর্জুন কাপুর
এই দু’জনের সম্পর্ক খুব একটা মধুর নয়। অর্জুন শ্রীদেবীর সঙ্গে কথা বলাও খুব একটা পছন্দ করেন না। এই মা-ছেলের বয়সের পার্থক্য ১৮ বছরের।
৬) কারিনা কাপুর এবং সারা খান
এই মা-মেয়ে জুটির মধ্যে সম্পর্ক খুবই ভালো। একে অপরের সঙ্গে বন্ধুর মতো মেশেন। বয়সের পার্থ্যক্য ১৩ বছর হলেও একে অপরের খুবই কাছের।
বিডি-প্রতিদিন/এস আহমেদ