ভারতের জনপ্রিয় সেতার শিল্পী উস্তাদ ইমরাত খানকে (৮২) এবছর দেশের পদ্মশ্রী পদকে ভূষিত করা হয়েছে। কিন্তু 'অনেক দেরিতে' এ সম্মান করায় তিনি ক্ষুব্ধ হয়েছেন। জানিয়েছেন, এই পুরস্কার গ্রহণের কোনো ইচ্ছে নেই তার।
ইমরাত খানের মতে, কয়েক দশক আগেই তার এ পুরস্কার পাওয়া উচিত ছিল। যেখানে তার চেয়ে বয়সে ও যোগ্যতায় ছোট শিল্পীরাও পদ্মভূষণ পেয়ে গেছেন।
ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মানগুলোর তালিকায় প্রথমেই আছে ভারতরত্ন। এরপর পদ্মবিভূষণ, পদ্মভূষণ। পদ্মশ্রীর অবস্থান তালিকায় চতুর্থ।
উস্তাদ এনায়েত খানের পুত্র ইমরাত খান এখন আছেন শিকাগোতে। সেখান থেকে চিঠির মাধ্যমে ভারতীয় হাইকমিশনের কাছে প্রতিবাদ জানিয়েছেন তিনি।
চিঠিতে ইমরাত খান লিখেছেন, ভারতীয় সঙ্গীতের যারা স্তম্ভ, আমি তাদের সঙ্গে কাজ করেছি। সারা বিশ্বেই আমার একটা খ্যাতি আছে। হয়ত সরকার তার খবর রাখে না। আমার থেকে যারা অনেক ছোট, খ্যাতি ও প্রতিষ্ঠার দিক থেকেও অনেক পিছিয়ে, তারাও পদ্মভূষণ পেয়ে গেছে। জীবনসায়াহ্নে এসে পদ্মশ্রী নেওয়াটা আমার কাছে বিড়ম্বনার। জীবনে কখনও আপস করিনি। এই বয়সে এসে একটা পুরস্কারের জন্য সেই আপস করতে পারব না।
বিডি প্রতিদিন/৩ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা