সোনাক্ষী সিনহা নিজের অভিনয়ের সুবাদে অল্প সময়েই বলিউডে একটি ভালো অবস্থান করে নিয়েছেন। সালমান, অক্ষয় থেকে শুরু করে বলিউডের শীর্ষ নায়কদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন এই অভিনেত্রী। জানা যায়, বলিউডে এই সময়ে সোনাক্ষীই একমাত্র অভিনেত্রী যাকে নির্মাতারা অনেক বার বলেও খোলামেলা পোশাকে পর্দায় আনতে পারেন নি।
সম্প্রতি চুম্বন দৃশ্যের জন্য ছবির চুক্তিই বাতিল করে দিলেন এই অভিনেত্রী! যদিও আগে থেকেই তিনি জানিয়েছেন যে, বিকিনিতে তিনি কখনো কাজ করবেন না। কাজের সুবাধে বলিউডের পরিচালক প্রভুদেবার সঙ্গে খুব ভালো সম্পর্ক এ অভিনেত্রী। নতুন একটি ছবিতে কাজ করার সব পাকাপাকি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত চুক্তি বাতিল করেন এ অভিনেত্রী। কারণ চরিত্রের প্রয়োজনে এখানে কয়েকটি চুম্বন দৃশ্যে কাজ করার কথা সোনাক্ষীকে বলেছিলেন প্রভুদেবা। কিন্তু সোনাক্ষী বলেছেন ‘না’। তিনি চুম্বন দৃশ্যে কাজ করবেন না বলে ছবিই ছেড়ে দিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার