সেন্সরে বুধবার প্রদর্শিত হবে বলে ঢালিউডের নবাগত অভিনেতা-নির্মাতা মাশরুর পারভেজ ওরফে ইউল রাইয়ানের 'রাইয়ান' ছবিটি। এতে মাশরুর পারভেজ ছাড়াও অভিনয় করেছেন তারা বাবা গুণী অভিনেতা সোহেল রানা, নাজিয়া হক অর্ষা, ফারুক আহমেদ।
ছবিতে এক সংগ্রামী লেখকের জীবনের নানা প্রতিবন্ধকতা তুলে ধরা হয়েছে। পাশাপাশি সেই প্রতিবন্ধকতা অতিক্রমের সংগ্রাম নিয়েই 'রাইয়ান' ছবিটি নির্মাণ করা হয়েছে।
নির্মাতা বলেন, যারা ভালো সিনেমা দেখতে আগ্রহী তাদের জন্য ‘রাইয়ান’। এ সিনেমার গল্পের প্রতিটি মুহূর্তে উপভোগ করার মতো বিষয় রয়েছে। দর্শক সিনেমাটি দেখে ঢাকাই সিনেমার গল্পে নতুনত্বের ছোঁয়া খুঁজে পাবেন।
অভিনয় ও নির্মাণের পাশাপাশি গল্প, সংলাপ, চিত্রনাট্য লিখেছেন মাশরুর পারভেজ। সিনেমাটি প্রযোজনা করছেন তার বাবা মাসুদ পারভেজ সোহেল রানা।
বিডি প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৭/ফারজানা