ঢাকায় এসে পৌঁছেছেন ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ। আজ, বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুর ১২টায় জেট এয়ারওয়েজের একটি বিমানে করে সস্ত্রীক ভারতের মুম্বাই থেকে ঢাকায় পৌঁছান তিনি।
ব্লুজ কমিউনিকেশনসের আমন্ত্রণে তার এই ঢাকা সফর। পাশাপাশি তিনি ঢাকার মঞ্চে অভিনয় করবেন বলেও জানা গেছে। আগামী ২১ এপ্রিল সন্ধ্যা ৭টায় রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি মিলনায়তনে মঞ্চস্থ হবে নাটক ‘ইসমত আপাকে নাম’। সেখানে পারফর্ম করবেন নাসিরুদ্দিন শাহ ও তার স্ত্রী রত্না পাঠক শাহ এবং মেয়ে হিবা শাহসহ তার দল মোটলি। সিটি ব্যাংক নিবেদিত নাটকটিতে নির্দেশনার দায়িত্বেও থাকছেন নাসিরুদ্দিন শাহ।
তবে টিকিটের ব্যাপারে প্রদর্শনীর আয়োজক ব্লুজ কমিউনিকেশনস জানিয়েছে, এক সপ্তাহ আগেই নাটকের টিকিট বিক্রি হয়ে গেছে। সে কারণে প্রচারণা চালানো হচ্ছে না।
বিডি প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৭/ওয়াসিফ