তিনি হাত নাড়লে কম্পন জাগে বহু যুবকের হৃদয়ে। তার গানের সঙ্গে নাচে তার অগনিত ভক্ত। সেই মার্কিন গায়িকা কেটি পেরিই এবার বিতর্কের কেন্দ্রে। তিনি যে বেশ মুডি, তা ভক্তরা জানেন। এবার সেই মুড বোঝাতে ইনস্টাগ্রামে মা কালীর ছবি পোস্ট করে হিন্দুত্ববাদীদের ট্রোলিং–এর শিকার হলেন কেটি।
মঙ্গলবার সন্ধ্যায় তিনি ক্রুদ্ধ মা কালীর ছবি পোস্ট করেন। নীচে লেখেন, ‘কারেন্ট মুড’। এরপরেই ভারতীয়রা তাঁকে পাল্টা পোস্ট করে সমালোচনা শুরু করেন। কেউ লিখেছে, ‘এটা কী! আমাদের দেবীকে নিজের মুডের সঙ্গে তুলনা?’ কারও মন্তব্য, ‘তিনি তো ছবির পিছনে গল্পটিও জানেন না। লজ্জার যে কিছু ভারতীয় কেটিকে সমর্থন করেন।’
২০১০ সালে রাসেল বন্ডের সঙ্গে বিয়ের জন্য রাজস্থানকে বেছে নিয়েছিলেন কেটি। সম্পূর্ণ ভারতীয় কায়দায় পণ্ডিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে বিয়ে সারেন কেটি–রাসেল। তবে সে বিয়ে বেশি দিন টেকেনি। ভারতীয় দেবীদের নিয়ে মার্কিন মুলুকে উৎসাহ কম নেই। কিছুদিন আগে নিজের মালিবুর বাড়িতে লক্ষ্মীপুজো করেন মার্কিন গায়িকা মাইলি সাইরাস।
বিডি প্রতিদিন/ ২০ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২