ঠিক ৭ দিন পর মুক্তি পাচ্ছে 'বাহুবলী ২'৷ মুক্তির বহর, বাজেট, অনুরাগীদের উন্মাদনা---সব কিছুই মিলিয়েই ভারতীয় সিনেমায় এক মাইলফলক হতে উঠেছে ছবিটি৷ সর্বকালের সর্বাধিক আয়ের ভারতীয় সিনেমা ‘বাহুবলী’র প্রধান অভিনেতা প্রভাস জানালেন এক চাঞ্চল্যকর তথ্য। তিনি জানালেন, বাহুবলী চরিত্রে অভিনয় না করলে কাটাপ্পা বা শীবাগামী’র চরিত্রে অভিনয় করতেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস-এর সঙ্গে আলাপকালে প্রভাস বলেন,“অনেক সময়ই আমার মনে হয়েছে, কাটাপ্পা কিংবা শীবাগামী’র চরিত্রে অভিনয করলে কেমন হতো! অবশ্যই বাহুবলী চরিত্রে অভিনয় করতে পেরে আমি দারুণ খুশি। কিন্তু যখনই কাটাপ্পা, শীবাগামী কিংবা বল্লাল-এর মতো চরিত্র আমি দেখি, আমার মনে হয় এই চরিত্রগুলোতে আমি থাকলে কীভাবে অভিনয় করতাম।”
তিনি আরও বলেন,“তবে এটাই স্বাভাবিক। আপনি যখন একটি সিনেমায় অভিনয় করেন, তখন আপনার এটা মনে হবেই। এর মানে এই নয় যে আমি নিজের চরিত্র থেকে অন্যদের চরিত্রে অভিনয় করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতাম। তবে এমন হলে কেমন হতো- এই চিন্তা মাথায় ঘুরতেই পারে।”
বিডি প্রতিদিন/ ২০ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৭