'তুই আমার' শিরোনামের ছবিটি আজ সারাদেশের ৬০ সিনেমা হলে একযোগে মুক্তি পাচ্ছে। চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা মিষ্টি জান্নাত প্রথমবারের মতো জুটিবেঁধে এই ছবিতে অভিনয় করছেন। সবাইকে হলে গিয়ে ছবিটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন ছবিটির পরিচালক সজল আহমেদ।
আজ যেসব হলে ছবিটি মুক্তি পাচ্ছে-
পুনম (ঢাকা), এশিয়া (ঢাকা), পূরবী (ঢাকা), অভিসার (ঢাকা), সনি (ঢাকা), চিত্রামহল (ঢাকা), আনন্দ (ঢাকা), বিজিবি (ঢাকা), জোনাকি (ঢাকা), শাহীন (ঢাকা), মুক্তি (ঢাকা), নিউ গুলশান (জিঞ্জিরা), রানীমহল (ডেমরা), কেয়া (টাঙ্গাইল), কানন (সাগরদীঘি), শাহীন (বল্লাবাজার), মাধবী (মধুপুর), কাকলী (শেরপুর), বীণা (পাবনা), মধুমতি (কুমিল্লা), গ্যারিসন (কুমিল্লা ক্যান্ট), মমতা (মাধবদী), বিজিবি (সিলেট), মনোয়ার (জামালপুর), বর্ণালী (শাহজাদপুর), মুন সিনেমা (হোমনা), ছবিঘর (ঝিনাইদহ), সাগরিকা (চালা), লিবার্টি (খুলনা), সংগীতা (খুলনা), মোহনা (কোনাবাড়ি), চাঁদমহল (কাঁচপুর), মোহন সিনেমা (হবিগঞ্জ), পূরবীসহ (চট্টগ্রাম) মোট ৬০টি হলে মুক্তি পাচ্ছে ছবিটি।
উল্লেখ্য, হ্যাভেন মাল্টিমিডিয়া লিমিটেড 'তুই আমার' ছবিটি প্রযোজনা করেছে। সাইমন-মিষ্টি জান্নাত ছাড়াও এ ছবিতে আরও অভিনয় করছেন মিরাক্কেলের সজল, চিকন আলী, আলীরাজ প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার