শিগগিরই হলিউডের বড়পর্দায় আসছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ছবির নাম ‘বেওয়াচ’। সেখানে ভিলেন ভিক্টোরিয়া লিডস রুপে প্রিয়াঙ্কাকে দেখবে বিশ্ববাসী। এরই মধ্যে ছবিটির বেশ কিছু পোস্টার, টিজার, ট্রেলার মুক্তি পেলেও আড়ালেই ছিলেন এই বলিউডকন্যা। তবে এবার সম্পূর্ণ ‘বেওয়াচ’ পোস্টারে দেখা দিলেন প্রিয়াঙ্কা।
হলিউড সিনেমার একটি অফিসিয়াল পেজ থেকে পোস্টারটি আপলোড করা হয়। ক্যাপশনে লেখা হয়, ‘এই চাহনি আপনাকে হত্যা করতে বাধ্য! দেখে নিন আজকেই, নয়ত আফসোস করতে হবে!’ প্রিয়াঙ্কার এই নতুন পোস্টারে ছবির সকল তারকাকেই দেখা যাচ্ছে। তবে মূল আকর্ষণ একজনই- তিনি প্রিয়াঙ্কা চোপড়া। পাশাপাশি, এই পোস্টারের ট্যাগলাইন, ‘সামনে এগিয়ে যাও এবং দেখতে থাকো!’
সেথ গর্ডন পরিচালিত অ্যাকশন কমেডি ছবি ‘বেওয়াচ’-এ প্রিয়াঙ্কার সঙ্গে আরও অভিনয় করেছেন ডোয়াইন জনসন, জ্যাক এফ্রন, আলেকজান্ড্রা ড্যাডারিও, কেলি রোরবাখ, জন বেজ। চলতি বছরের ২৫ মে মুক্তি পাবে ছবিটি।
সূত্র- ডেকান ক্রনিকলস
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল, ২০১৭/ওয়াসিফ