ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই'র ২০১৭-১৯ মেয়াদের নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হয়েছেন শমী কায়সার। সম্মিলিত গণতান্ত্রিক ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল থেকে নির্বাচন করবেন তিনি। এই প্যানেলের সভাপতি প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন। তিনি বর্তমান কমিটির প্রথম সহসভাপতি।
রাজধানীর পূর্বাণী হোটেলে বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে এই প্যানেল ঘোষণা করা হয়। চেম্বার থেকে ১৮ জন ও এসোসিয়েশন থেকে ১৮ জন করে প্রার্থী দিয়েছে এই প্যানেল। আগামী ১৪ মে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
শমী কায়সার ই-কমার্সভিত্তিক একটি সংগঠন থেকে এফবিসিসিআই'র সাধারণ পরিষদের সদস্য ও ভোটার হয়েছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ