জনপ্রিয় অ্যানিমেশন চরিত্র টম এন্ড জেরি চলতি বছরে ফের বাজারে আসছে। ইতিমধ্যে এর ট্রেলারও মুক্তি দেয়া হয়েছে। ওয়ার্নার ব্রস’র ব্যানারে ‘টম এন্ড জেরি: উইলি ওন্কা এন্ড চকোলেট ফ্যাক্টরি’ অ্যানিমেশন সিনেমায় আবারো দেখা যাবে টম এন্ড জেরিকে।
জানা যায়, টম এন্ড জেরি’র এভাবে আসাটা অনেকের পছন্দ হয়নি। বিষয়টি নিয়ে কেউ কেউ সমালোচনাও করেছেন। তাছাড়া সিনেমাটির প্রচারে ‘টম এন্ড জের’র ফ্যানদের মাঝে তেমন একটা সাড়া পাওয়া যায় নি।
উল্লেখ্য, টম এন্ড জেরিকে নিয়ে এর আগেও কয়েকটি সিনেমা নির্মাণ করা হয়েছে। একটি অ্যানিমেশন শর্ট ফিল্ম সিরিজে ১৯৪০ সালে টম এন্ড জেরি’র আবিষ্কার হয়। এরপর থেকে দীর্ঘ সময় ধরে এটি জনপ্রিয়াতায় শীর্ষস্থানে অবস্থান করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার