দিলজিৎ দোসাঞ্জ। কখনও গায়ক কখনও আবার অভিনেতা। খুব বেশি পরিচিত মুখ হয়ত না। তবে তার নির্দিষ্ট শ্রেণির ভক্তের সংখ্যাও কম না। উড়তা পাঞ্জাব দিয়ে বলিউডে অভিষেক হয় তার। এরপর শুধু সামনে যাওয়ার পালা। একের পর এক ছবি সামনে। সামনের মাসে ওয়ার্ল্ড ট্যুর আছে এই পাঞ্জাবি অভিনেতার। আর সেজন্য কিনে ফেললেন একটি প্রাইভেট জেট। প্রাইভেট জেটের ছবি আবার মাইক্রোব্লগিং সাইট ট্যুটারে শেয়ার করেছেন।
আগামী ৬ মে ভ্যানকুভার, ১৩ মে এডমন্টনে নর্থ ল্যান্ড কলিসিয়াম হল, ১৭ মে উইনিপেগ আর ২২ মে টরোন্টোর পাওয়ার গ্রেড সেন্টারে ট্যুরে যাবেন দিলজিৎ। নিজের জেট প্লেন নিয়েই ট্যুর শেষ করবেন তিনি।
আগে কেবলই ছিলেন এক পাঞ্জাবি অভিনেতা। এখন বলিউড অভিনেতাও। ডেবিউ অভিনেতা হিসাবে ফিল্মফেয়ার পুরস্কারও জিতেছেন। তবে অভিনেতার চেয়ে গায়ক সত্ত্বাটিকেই বোধ হয় বেশি প্রাধান্য দিচ্ছেন দিলজিৎ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ