২০১৩ সালের ৩ জুন নিজ বাড়িতে বলিউড অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যা পর থেকেই তোলপাড় ওঠে গোটা বলিউড পড়ায়। বারবারই আসে জিয়ার প্রাক্তন প্রেমিক সুরজ পাঞ্চোলির নাম। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তবে অভিনেত্রীর মায়ের বক্তব্য, সুরজের হাতেই খুন হয়েছেন জিয়া। তাই শুরু থেকেই সুরজের শাস্তি চাইছেন মা রাবিয়া খান। আর তারই জের ধরে এবার ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা অর্থাৎ খুনের জন্যে শাস্তি আরোপ করে নতুন করে চার্জ গঠনের আবেদন জানিয়েছেন জিয়া খানের মা।
জানা গেছে, অভিযুক্ত সুরজ পাঞ্চোলির বিরুদ্ধে নতুন করে চার্জ গঠনের আবেদন জানিয়ে অভিনেত্রীর মা রাবিয়া খান সিবিআইয়ের এক আদালতে যান। এছাড়া আবেদনপত্রে রাবিয়া দাবি বলে বলেছেন, তার কাছে অভিযোগ প্রমাণ করার মতো যথেষ্ট তথ্যও আছে।
প্রসঙ্গত, জিয়ার মা নতুন করে চার্জ গঠনের আবেদন জানিয়েছেন। কারণ সম্প্রতি সুপ্রিম কোর্ট মুম্বাই হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করার আর্জি নাকচ করে দেয়। মুম্বাই হাইকোর্ট তার নির্দেশে এই ঘটনার তদন্তের জন্যে স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম গঠন করতে রাজি হয়নি।
সূত্র- ডেকান ক্রনিকলস
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল, ২০১৭/ওয়াসিফ