একদিকে ‘পিকু’, অন্যদিকে তার বাবা। পরিচালক সুজিত সরকারের এই কারসাজিকে সামলাতে কী হিমশিমটাই না খেতে হয়েছিল রাণা ওরফে ইরফান খানকে। সেই দিল্লি থেকে কলকাতার ‘বাই রোড জার্নি’ আজও মানুষের মনে বিদ্যমান।
'পিকু' ছবিতে অমিতাভ বচ্চনের ক্যারিশমার পাশাপাশি নজর কেড়েছিল পিকু-রাণার টক-ঝাল-মিষ্টি সম্পর্কও। ইরফান-দীপিকা জুটির সেই ম্যাজিকই ফিরছে রূপোলি পর্দায়। এবার প্রযোজক বিশাল ভরদ্বাজের হাত ধরে।
বিশালের প্রযোজনা সংস্থার থেকেও এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে। তবে এবার রোম্যান্স কিংবা কমেডি নয়, বিশালের ঘরানার সঙ্গে তাল রেখে হার্ড কোর অ্যাকশন অবতারের দেখা যাবে পিকু জুটিকে। শোনা গিয়েছে, ছবিতে আটের দশকের ত্রাস হিসেবে পরিচিত মহিলা গ্যাংস্টার রহিমা খান ওরফে ‘স্বপ্না দিদি’র চরিত্র ফুটিয়ে তুলবেন দীপিকা।
ইরফান খানকেও দেখা যাবে এমন ছোটখাটো গ্যাংস্টার হিসেবে যে রহিমার প্রেমে পড়ে যায়। জানা গেছে দু’জনের হাতের কাজগুলি শেষ হলেই শুরু হবে নতুন ছবির শুটিং। তার আগে বাকি কাজ গুলি সেরে নেবেন বিশাল ও তার টিম।
বিডি-প্রতিদিন/ ২১ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৯