বাংলাদেশের একটি বিজ্ঞাপনচিত্র এখন সারা বিশ্বে আলোচিত! আন্তর্জাতিক নারী দিবসে অনলাইনে প্রচার শুরু হয় জুঁই নারকেল তেলের এই বিজ্ঞাপনচিত্রটি।
বিজ্ঞাপনচিত্রটির নির্মাণ এজেন্সি সান কমিউনিকেশনস লিমিটেড জানায়, ৫ এপ্রিল ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ একটি প্রতিবেদন প্রকাশ করে বিজ্ঞাপনচিত্রটি নিয়ে। এরপর প্রতিবেদন করে এনডিটিভি। তার পর থেকে এখন পর্যন্ত বিশ্বের অনেক শীর্ষ পত্রিকায় উঠে এসেছে বিজ্ঞাপনচিত্রটির খবর।
এর মধ্যে রয়েছে নিউ ইয়র্ক টাইমস, ইয়াহু নিউজ, হাফিংটন পোস্ট, মাইক, অ্যাড অব দ্য ওয়ার্ল্ড, বেস্ট অ্যাড, অ্যাডভার্টডটজি, আইডিভা প্রভৃতি। এটির গল্পের প্রশংসা করেছে তারা। এখন পর্যন্ত তিন কোটির বেশি ভিউ হয়েছে বিজ্ঞাপনচিত্রটির।
সান কমিউনিকেশনসের ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেইন বলেন, ‘নারী নির্যাতন নিয়ে এই বিজ্ঞাপনচিত্রের হৃদয়স্পর্শী বার্তাটা সবার ভালো লেগেছে। নির্মাতা আশুতোষ সুজন ও মডেল শাহনাজ সুমিও দারুণ করেছেন। বিজ্ঞাপনচিত্রটি নিয়ে বিশ্বমিডিয়ার এই মাতামাতি দেশের বিজ্ঞাপনশিল্পের জন্যই বড় অর্জন বলে মনে করি। ’
আশুতোষ সুজন বলেন, ‘গল্পটি পেয়েই মনে হয়েছিল, ভালো কিছু হবে। স্বল্প সময়ে করা এই কাজটি প্রশংসিত হতে দেখে অনেক গর্ব হচ্ছে। ’
শাহনাজ সুমি বলেন, ‘গল্পটা এমন ছিল যে কাঁদার জন্য চোখে গ্লিসারিন দিতে হয়নি। যতবার টেক দিয়েছি, ততবারই কান্না এসেছে। ’
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন