সংগীত পরিচালক, সুরকার ও গীতিকার লাকী আখন্দকে বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
গোলাম কুদ্দুছ জানান, শনিবার সকাল সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য লাকী আখন্দের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। সেখানে মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হবে।
তিনি আরো জানান, জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে প্রয়াতের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।