অনেকদিন ধরেই বিশাল ভরদ্বাজের কাছে আবদার করছিলেন দীপিকা, একসঙ্গে কাজের জন্য। তার ইচ্ছে পূর্ণ হবে এবার। ‘পিকু’র পরে ইরফান খানের সঙ্গে আবার কাজ করাটাও হবে। দীপিকা এবং ইরফানকে নিয়ে ছবি বানাবেন বিশাল।
তিনি নিজে অবশ্য পরিচালনা করছেন না। হানি ত্রেহান নামে এক ডেবিউট্যান্ট ডিরেক্টর থাকবেন ক্যামেরার পিছনে।
ছবিতে দীপিকার চরিত্রটা মাফিয়া কুইন রহিমা খানের, যে সপনা দিদি নামেই পরিচিত। সপনা’র জীবনের লক্ষ্য ছিল দাউদ ইব্রাহিমকে খুন করা, কারণ দাউদ তার স্বামীকে মেরেছিল। কিন্তু শেষমেশ দাউদের হাতেই মারা পড়ে সে। ইরফানের চরিত্রটা এক লোকাল গ্যাংস্টারের, যে সপনা’কে ভালবাসে।
বিশাল বলেছেন, অনেকদিন ধরেই ওর কথা ভেবে একটা স্ক্রিপ্ট লিখতে বলছিল দীপিকা। এই স্ক্রিপ্টটা শুনে দারুণ পছন্দ হয়েছিল ওর। হুসেন জায়দির বই ‘মাফিয়া কুইনস অফ মুম্বই’ ভিত্তি করে স্ক্রিপ্ট লিখেছেন বিশাল। ছবির পরিচালক হানি তার খুবই কাছের মানুষ।