মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে কিংবদন্তি সংগীতশিল্পী লাকী আখন্দকে। গতকাল রাতে তার মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়। প্রথম জানাজা আজ শনিবার সকাল ১০টার দিকে পুরান ঢাকার আরমানিটোলা মসজিদের সামনের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জানাজা শেষে মরদেহ নেওয়া হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। বাদ জোহর তার দ্বিতীয় জানাজা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
টানা আড়াই মাস হাসপাতাল জীবন শেষে গত সপ্তাহে আরমানিটোলার নিজ বাসায় ফিরেছিলেন কিংবদন্তি সংগীতশিল্পী লাকী আখন্দ। এত দিন ভালোই ছিলেন। গতকাল শুক্রবার দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। দ্রুত নিয়ে যাওয়া হয় মিটফোর্ড হাসপাতালে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক লাকী আখন্দকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/২২ এপ্রিল, ২০১৭/ফারজানা