আর কয়েকদিন পরেই মুক্তি পাবে সুশান্ত সিং রাজপুত ও কৃতি শ্যানন অভিনীত সিনেমা ‘রাবতা’। কিন্তু এই দু’জনের পরিবর্তে সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছেন ৩২৪ বছরের এক আদিবাসী বৃদ্ধ। ‘রাবতা’-র ট্রেলারে যাঁকে ইতিমধ্যে দেখে ফেলেছেন দর্শকরা। ওই বৃদ্ধকে দেখার পর থেকেই অনেকেই প্রশ্ন তুলছেন, কে এই অভিনেতা?
আসলে তিনি আর কেউ নন, বলিউড অভিনেতা রাজকুমার রাও। নিজের ট্যুইটার হ্যান্ডেলে ‘রাবতা’ সিনেমায় তাঁর নতুন এই লুকের ছবিটি ট্যুইট করেছেন রাজকুমার নিজেই। সঙ্গে লেখেন, ‘এটাই হল রাবতায় আমার অতিথি শিল্পীর লুক।’ কিন্তু ‘রাবতা’র ট্রেলারের একদম শেষে থাকা ওই বৃদ্ধ লোকটিকে দেখে কেউই চিনতে পারেননি। এতটাই দুর্দান্ত হয়েছে রাজকুমারের মেকআপ।
জানা গেছে, রাজকুমারের এই লুকের জন্য দিন-রাত পরিশ্রম করেছেন পরিচালক দীনেশ ভিজান ও তাঁর দলবল। লস অ্যাঞ্জেলস থেকে আসা মেকআপ আর্টিস্টদের একটি দলের সাহায্যেই এই কাজ সম্পন্ন হয়েছে। এমনকী, রাজকুমারের এই লুকটি ফাইনাল করতে ১৬ বার নাকি পরীক্ষাও করা হয়েছিল। এখানেই শেষ নয়, চরিত্র অনুযায়ী বডি ল্যাঙ্গুয়েজ এবং গলার স্বর পাল্টানোর জন্যও তাঁকে বিশেষ প্রশিক্ষণ নিতে হয়েছে। তবে কোনো কিছুতেই নাকি না করেননি রাজকুমার। মেক আপের জন্য প্রতিদিন প্রায় ৬ ঘণ্টা ধরে বসে থাকতে হত। আর তা নিয়ে একবারও অভিযোগ করেননি তিনি।
বিডি প্রতিদিন/২২ এপ্রিল ২০১৭/হিমেল