ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় মুখ ধানুশের জন্মপরিচয় নিয়ে রীতিমতো তুলকালাম বেঁধে গিয়েছিল। এ নিয়ে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ছিলেন 'কোলাভরি ডি' খ্যাত এই তারকা। অবশেষে স্বস্তির নিঃশ্বাস পড়ল।
শুক্রবার মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চের রায়ে ধানুশের জন্ম পরিচয় নিয়ে সব ধোঁয়াশা কেটে গেছে।
গত বছরের শেষ দিকে কাথিরেসান ও মীনাক্ষি নামে এক দম্পতি ধানুশকে নিজেদের সন্তান বলে দাবি করেন। আদালত সে দাবী খারিজ করে জানিয়েছে কস্তুরী রাজা এবং বিজয়লক্ষ্মীই ধানুশের বাবা-মা।
বিডি প্রতিদিন/২২ এপ্রিল, ২০১৭/ফারজানা