কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার (৯৪) গত পাঁচ দিন ধরে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি। হাসপাতাল সূত্রের উদ্ধৃতি দিয়ে আনন্দবাজার জানিয়েছে, তার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে।
চিকিৎসকরা বলেছেন, দিলীপ কুমার খাবার খেয়েছেন। নিঃশ্বাসের সমস্যা বা জ্বর নেই। মূত্রাশয়ের সমস্যা কমেছে। এগুলো উন্নতির লক্ষণ। তবে ক্রিয়েটিনিন লেভেল কম।
বেশ কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছেন অভিনেতা। গত বছরের ডিসেম্বরেই জ্বর ও পা ফোলার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
দিলীপ কুমারের জন্য চিকিৎসকদের একটি দল গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তার বেশ কয়েকটি মেডিক্যাল টেস্ট করানো হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই তার চিকিৎসা চলছে। হাসপাতালে সর্বক্ষণ অভিনেতার পাশে রয়েছেন তার স্ত্রী অভিনেত্রী সায়রা বানু।
বিডি প্রতিদিন/৬ আগস্ট, ২০১৭/ফারজানা