ক্যাপিটাল এফএম ৯৪.৮ এর নতুন শো ‘হ্যালো হ্যাপিনেস' শুরু হচ্ছে আজ রবিবার। চলবে প্রতি রবিবার রাত ১১টা থেকে ১টা পর্যন্ত।
যারা বিশ্বাস করেন হ্যাপিনেস এখনো আছে, পারেন নিজেকে হ্যাপি রাখতে, জানেন দুঃখের মাঝে থেকেও হ্যাপিনেসটা খুঁজে বের করতে, বোঝেন কি করে অন্যকেও হ্যাপি রাখতে হয় এবং যারা বিশ্বাস করেন শেয়ার করলে হ্যাপিনেস বাড়ে, তাদের জন্যই " হ্যালো হ্যাপিনেস ''।
অনুষ্ঠান পরিকল্পনা এবং উপস্থাপনায় থাকবে আরজে সায়েম। আজ বন্ধু দিবসে তারই একদল সহকর্মী এবং বন্ধু আফতাব, সম্রাট, এমিল, শাওন এবং শাকিরের সাথে লাইভ আড্ডা নিয়েই জমবে 'হ্যালো হ্যাপিনেস' এর প্রথম পর্ব। সেই সাথে ফোন, এস এম এস এবং ফেইসবুকের মাধ্যমে শ্রোতারাও যোগ দিতে পারবে এই আড্ডায়, শেয়ার করতে পারবে তাদের বন্ধুত্ব এবং হ্যাপিনেস।
বিডি-প্রতিদিন/০৬ আগস্ট, ২০১৭/মাহবুব