পল্লীকবি জসীমউদ্দীনের কবিতা 'কবর' অবলম্বনে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল অভিমূখী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'কবর'। রাশিদ পলাশ পরিচালিত ছবিটি ৭ আগস্ট থেকে আগামী ৯ তারিখ পর্যন্ত টানা ৩ দিন মানিকগঞ্জ এবং পুবাইলের বিভিন্ন লোকেশনে শ্যুটিং হবে। এই ছবিটির কেন্দ্রীয় চরিত্রগুলোতে অভিনয় করছেন- তারিখ আনাম খান, কাজী নওশাবা আহমেদ, সাদিয়া রাইহান, চিত্রনায়িকা চম্পা এবং চিত্রাভিনেতা শিমুল খান।
জানা যায়, ছবিটিতে চিত্রনায়িকা চম্পার স্বামীর চরিত্রে অভিনয় করবেন শিমুল খান। এই ব্যাপারে শিমুল খান বলেন- 'আমার দাদা মাওলানা আব্দুল হামিদ খান ছিলেন ফরিদপুরের অন্যতম একজন কবি। যিনি বেশ কিছু কাব্যগ্রন্থ জীবদ্দশায় লিখে গিয়েছিলেন। তাছাড়া তিনি ছিলেন কবি জসীমউদ্দীনের একান্ত ভাবশিষ্য এবং তার তারুণ্যের বেশিরভাগ সময়ই কাটত কবি জসীমউদ্দীনের সাথে সাহিত্য চর্চাসহ নানামুখী আড্ডায়। মূলত শিল্পের প্রতি দায়বদ্ধতা এবং কবি জসীমউদ্দীনের প্রতি সম্মান জানিয়ে আমি রাশিদ পলাশের কাছ থেকে প্রস্তাব পাবার সাথে সাথেই চোখ বুজে রাজি হয়ে গেছি। তাছাড়া এই ছবিতে তারেক আনাম স্যার এবং চম্পা ম্যাডামসহ আমার সকল সহশিল্পীই প্রকৃত অর্থে অনেক গুণী। তাই আমি অনেক খুশি। আশা করি, তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারব'।
বিডি প্রতিদিন/এ মজুমদার