দীর্ঘ বিরতির পর ফের গানের জগতে ফিরছেন জনপ্রিয় ব্যান্ড তারকা খালিদ। ‘মায়ার বাঁধন’ শিরোনামে গানের মধ্য দিয়ে তাকে আবার ফিরে পাবেন অগনিত ভক্তরা।
জানা গেছে, চাইম ব্যান্ডখ্যাত গায়ক খালিদ এই প্রথমবারের মতো গীতিকার এনামুল কবির সুজনের লেখা গানে কণ্ঠ দিয়েছেন। সারোয়ারের সুরে গানটির সঙ্গীত পরিচালনা করেছেন আসিফ। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্র জানিয়েছে, বর্তমানে এই গানের ভিডিও'র কাজ চলছে। খালিদের ভিডিও অংশের কাজ শেষ। এখন গানের মডেলদের অংশের শুটিং চলছে।
নতুন এই গান রেকর্ডের পরে খালিদ বলেন, ‘সাধারণত গানের কথা ভালো না হলে আমি গান গাই না। কথা ভালো লাগলে সুর বা সঙ্গীত পরিচালনা নিয়ে ভাবি। সুজন খুব সুন্দর লিখেছে এই গানটি। যেজন্য খুব তৃপ্তি নিয়েই এই গানটিতে কন্ঠ দিলাম। আশা করি, শ্রোতাদের কাছেও গানটি ভালো লাগবে।’
গানটির গীতিকার সুজন বলেন, ‘আমি সবসময় খালিদ ভাইয়ের গানের ভক্ত। দীর্ঘদিন ধরে তার নতুন গান পাচ্ছিলাম না। তাই নিজেই উদ্যোগ নিয়ে এই গানটি করলাম। উনিও বেশ আন্তরিকভাবে গানটি করেছেন।’
বিডি-প্রতিদিন/ ৭ আগস্ট, ২০১৭/ তাফসীর