অপরাধ জগতের সঙ্গে যোগ থাকার অভিযোগে তিনি জেল খেটেছেন। তার লাগামছাড়া জীবন, মাদকের প্রতি আসক্তি, ১৯৯৩ সালের বিস্ফোরণে অস্ত্র রাখার জন্য দোষী সাব্যস্ত হওয়ার কথা বিস্মৃত হয়নি। তবু বলিউড কোনদিন উপেক্ষা করতে পারেনি সঞ্জয় দত্তকে।
কিন্তু সেই সঞ্জয় দত্তকে সংবাদমাধ্যমের সামনে ‘জোচ্চোর’ বললেন রণবীর কাপুর। রণবীরই বর্তমানে সঞ্জয়ের বায়োপিকে অভিনয় করছেন। পরিচালক রাজকুমার হিরানির এই ছবির জন্য হুবহু সঞ্জয় দত্তের মতো চেহারা বানিয়েছেন ও চুলের স্টাইল করেছেন রণবীর। আসলে পরিচালক অনুরাগ বসুর ‘জগ্গা জাসুস’ ফ্লপ হওয়ার পর এই বায়োপিক ছবির জন্য নিজেকে নিংড়ে দিয়েছেন অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীরে বলেন, “সঞ্জয় নিজের জীবন নিয়ে ভীষণ সৎ। আমরা গান্ধীর মতো তাঁর চরিত্র দেখাচ্ছি না। একজন বিরাট জোচ্চোরকে তুলে ধরছি। তিনি এমন একজন যাঁকে ভালবাসা যায় একইসঙ্গে অপছন্দও করা যায়। সঞ্জয়ের চরিত্র যেমন বিতর্কিত, তেমনই সাহসী। নিজের জীবনের প্রতিটি খুঁটিনাটি স্বীকার করার সাহস রাখেন। তা নিয়ে সিনেমাও করতে পারেন।”
বিডি-প্রতিদিন/০৯ আগস্ট, ২০১৭/ তাফসীর