ঈদ উপলক্ষ্যে চলতি বছরের মে মাসে ছবিয়ালের নির্মাতারা 'ছবিয়াল ঈদ রিইউনিয়ন' করার ঘোষণা দেন। গত ঈদে ছবিয়ালের নাটকগুলো বেশ নজর কেড়েছে। এবার 'ছবিয়াল সিরিজ' ও 'ইয়াং ছবিয়াল' দিয়ে ফিরছেন ছবিয়াল নির্মাতারা।
ফেসবুকে এ ব্যাপারে নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণাও দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, আপনারা সবাই জানতে চাচ্ছিলেন, ছবিয়াল রিইউনিয়নের গেম চেন্জিং সাকসেসের পর আমরা নতুন কি পরিকল্পনা করছি। প্রথমে আমাদের চিন্তা ছিলো 'রিইউনিয়ন ২' করার। এর পরে মাথায় আসলো, একটা অন্য রকম ধারাবাহিক করার। 'ছবিয়াল সিরিজ, সিজন ১'- এই টাইপ কিছু একটা। 'ইয়াং ছবিয়াল' নামে নতুন পরিচালকদের নিয়ে একটা সিঙ্গল এপিসোড সিরিজ করার কথাও ভাবা শুরু হলো। নানা রকম ভাবনা চিন্তার পর আমরা ঈদের পর 'ছবিয়াল সিরিজ' এবং 'ইয়াং ছবিয়াল' নিয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছি।
২০০৫ সাল থেকে টেলিভিশন জগতে নাটক নির্মাণে নতুন ধারা সৃষ্টি করেছিল 'ছবিয়াল'। এ বছর 'ছবিয়াল ঈদ রিইউনিয়ন' ব্যানারে মোট ১২ জন নাট্য নির্মাতা নাটক নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। তারা হলেন রেদওয়ান রনি, আশুতোষ সুজন, শরাফ আহমেদ জীবন, আশফাক নিপুণ, গোলাম কিবরিয়া ফারুকী, ইফতেখার আহমেদ ফাহমী, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, হুমায়ূন সাধু, ইশতিয়াক রুমেল, মাহমুদুল ইসলাম, আলি ফিদা একরাম তোজো ও আদনান আল রাজীব।
বিডি প্রতিদিন/৯ আগস্ট, ২০১৭/ফারজানা