সেন্সর বোর্ডে জমা পড়ার আগেই বেশ কয়েকবার আলোচনায় চলে আসে মোস্তফা সরয়ার ফারুকীর 'ডুব' ছবিটি। অভিযোগ ওঠে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনী নিয়ে তৈরি হচ্ছে এটি। যেখানে এ লেখকের ব্যক্তিগত জীবনকে বিতর্কিতভাবে উপস্থাপন করা হচ্ছে। এমনটাই দাবি করে আসছিলেন হুমায়ূন পত্নী মেহের আফরোজ শাওন।
এমনকি সেন্সর বোর্ডেও বেশ কয়েকবার বাধার মুখে পড়ে 'ডুব'। এ নিয়ে শাওনের সাথে বেশ কয়েকবার চিঠি চালাচালিও হয় প্রিভিউ কমিটির। অবশেষে গতকাল সেন্সর ছাড়পত্র পায় বহুল আলোচিত এ ছবিটি। কিন্তু ছবিটি নাকি সংশোধিত হয়ে সেন্সর বোর্ড পাড়ি দিয়েছে। গতকাল সন্ধ্যার পর থেকে মিডিয়াপাড়ায় এরকম গুঞ্জন শোনা যাচ্ছে। আজ সকালে এ গুঞ্জন আরও বেগবান হয়েছে।
এদিকে সেন্সর বোর্ডের অন্যতম সদস্য মুশফিকুর রহমান গুলজার বলেন, 'ডুব' এর ব্যাপারে বেশ কয়েকটি জায়গায় আপত্তি জানিয়ে সংশোধনের তালিকা দিয়েছিলেন মেহের আফরোজ শাওন।অতঃপর প্রযোজনা সংস্থা সেসব জায়গা সংশোধন করে সেন্সরে ফের জমা দিয়েছিল। অর্থাৎ সংশোধিত হয়েই ছাড়পত্র পেয়েছে 'ডুব'।
অন্যদিকে মেহের আফরোজ শাওন বলেন, আমিও শুনেছি 'ডুব' ছাড়পত্র পেয়েছে। সেন্সর বোর্ডের প্রতি এতটুকু ভরসা আছে যে তারা অবশ্যই আমার আপত্তির জায়গাগুলো সংশোধন করেই অনুমতি দিয়েছে। এ বিষয়ে আরেকটি কথা না বললেই নয়। আপত্তির অন্যতম জায়গা ছিল যেখানে দেখানো হয়েছে লেখকের দ্বিতীয় স্ত্রী তার মেয়ের বান্ধবী। যা কখনই সত্য নয়। আশা করি, এ তথ্যটি সংশোধিত হয়েছে। এরপরও যদি দেখি তা সংশোধন হয়নি তাহলে নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। তবে জানতে পেরেছি ছবিটি সংশোধিত হয়ে ছাড়পত্র পেয়েছে। অর্থাৎ বোঝা গেল পরিচালক সাহেব সংশোধন করেই সেন্সর বোর্ডে তা জমা দিয়েছেন।
সংশোধিত হয়েছে কী না জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, এটি সেন্সর বোর্ডের অভ্যন্তরীণ, গোপনীয় এবং সরকারি একটি বিষয়। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমি শুধু বলতে চাই, দর্শকরা হলে এসে ছবিটি দেখুক। তারা এতদিন ধরে যে ছবিটি দেখার জন্য উদগ্রীব ছিল সে ছবিটি তাদের জন্য হলে আসছে শীঘ্রই।
ছবিটি এসকে মুভিজ ও বলিউড অভিনেতা ইরফান খান ভারত থেকে প্রযোজনা করেছে। আর বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়া। 'ডুব'-এ অভিনয় করেছেন বাংলাদেশের রোকেয়া প্রাচী, নুসরাত ইমরোজ তিশা এবং ইরফান খান ও কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র প্রমুখ।
সংশোধিত না অংশোধিত তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে আরও বেশ কয়েকদিন। বড় পর্দায় উঠলেই ছবিকে ঘিরে যে পাল্টা-পাল্টি অভিযোগ উঠেছিল তা হয়তো তখনি পরিষ্কার হয়ে যাবে।
বিডি প্রতিদিন/৯ আগস্ট, ২০১৭/ফারজানা