বেজায় চটে গেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ভারতের রাজস্থানের রাঙ্গোলি উৎসবে দীপিকার নতুন ছবি পদ্মাবতীর নানা পোস্টারে ভরে গিয়েছিল শহরটি। কিন্তু কেউ বা কারা সেই সমস্ত পোস্টার নষ্ট করে দিয়েছে।
সুরাটের আর্টিস্ট করণ এই রাঙ্গোলি উৎসবে দীপিকার নানা কাটআউট তৈরি করেছিলেন। টানা দু’দিনের পরিশ্রম পানি হয়ে গেল তার। ক্ষিপ্ত দীপিকা বলেছেন, ‘এরকম কাজ সত্যিই মন খারাপ করে দেয়। করণের সমস্ত কাজটাই নষ্ট করে দেওয়া হল।’
এখানেই থেমে থাকেননি দীপিকা। তিনি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানিকে সমস্ত বিষয়টি টুইট করে জানিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘এই বিষয়টি এক্ষুণি বন্ধ হওয়া উচিত। দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক সরকার।’
বিক্ষোভকারীরা মঙ্গলবারই সমস্ত পোস্টার নষ্ট করে দিয়েছেন। ক্ষিপ্ত দীপিকার কথায়, ‘কে বা কারা এই কাজের জন্য দায়ী? আর কতদিন এই বিক্ষোভ চলবে? দ্রুত এগুলো বন্ধ হওয়া উচিত।’
যিনি রাঙ্গোলি উৎসবে দীপিকার নানা কাটআউট তৈরি করেছিলেন, সেই করণ বলেছেন, ‘পদ্মাবতী-রাঙ্গোলি বিতর্ক। গত মঙ্গলবার প্রায় শতাধিক লোক ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে দিতে সমস্ত পোস্টার নষ্ট করে দিয়েছে।’
উল্লেখ্য সঞ্জয় লীলা বানসালির পদ্মাবতীতে রানী পদ্মিনীর চরিত্রে অভিনয় করছেন দিপীকা। পদ্মাবতীর প্রথম পোস্টার বেরনোর পরই তা আগুনে পুড়িয়ে দেন রাজপুতরা। জয়পুরে রাজমন্দির সিনেমা হলের সামনে এই ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর