পেছন থেকে দ্রুত গতিতে আসছে দোতলা বাস, গাড়ি, স্কুটার। তার মধ্যেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন সাবেক পর্ন তারকা ও হালের বলিউড ডিভা সানি লিওন। কিন্তু মাঝ রাস্তায় কেন দাঁড়িয়ে রয়েছেন সানি, সেই প্রশ্নই একন সবার মনে।
আসলে দিন দুয়েক আগে সানি হংকংয়ে পৌঁছেছেন। সেখানকার সেই ছবি এভাবেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন সানি। তবে হংকংয়ে কেন গিয়েছেন তা খোলসা করেননি অভিনেত্রী। বলি মহলের কেউ কেউ বলছেন, বিশেষ কোনও কাজ নিয়ে গিয়েছেন তিনি। কারও মতে, নিছকই বেড়াতে গিয়েছেন। যদিও সানি নিজে আসল কারণটা শেয়ার করেননি।
এই মুহূর্তে ভারতের বাইরে রয়েছেন অভিনেত্রী। গোটা দিওয়ালিতেই থাকবেন ভারতের বাইরে। কিন্তু তাও সকলকে শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি শিশু ও পোষ্যদের বিশেষ খেয়াল রাখারও পরামর্শ দিয়েছেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর