প্লেবয় ম্যাগাজিনের প্রথম রূপান্তরকামী সঙ্গিনী বা প্লেমেট, ইনেস রাও এবার এডিটোরিয়াল ডেবিউ করতে চলেছেন এই ম্যাগাজিনেই, যেখানে এর স্রষ্টা, প্রয়াত হিউ হেফনারকে ট্রিবিউট দেওয়া হবে।
চলতি বছরের শেষ দুমাসের ইস্যুটিতে হেফনারের ছবি দেখা যাবে ম্যাগাজিনের প্রচ্ছদে এবং ভিতরে থাকবে ফরাসী মডেলের ছবি। রাও (২৬) প্রথম নারী নন যিনি প্লেবয়ে দেখা দিতে চলেছেন। তবে তিনিই কিন্তু প্রথম সঙ্গিনী বা প্লেমেট।
ম্যাগাজিনে এই প্রথম তিনি দেখা দিচ্ছেন এমনটা নয়। তার প্রথম শুট হয় ২০১৪সালে, যেখানে সম্পূর্ণ নগ্ন হয়েছিলেন তিনি। প্লেবয়-কে রাও জানিয়েছিলেন, তিনি এভাবেই নিজের আত্মপ্রকাশ চেয়েছিলেন। মডেলিংয়ের পাশাপাশি তিনি লেখালেখির কাজও করেছেন। শুধু তাই নয়, LGBTQ কমিউনিটির আইনজীবীও তিনি। শুধুমাত্র মহিলা নয়, যারা নিজেদের অস্তিত্ব নিয়ে ভীত তাদের জন্যই লড়েন রাও, জানালেন প্লেবয়ের এই প্লেমেট।
বিডি প্রতিদিন/২০ অক্টোবর ২০১৭/আরাফাত