বিতর্কিত পাকিস্তানি মডেল কান্দিল বালোচ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আবদুল কাভি নামে দেশটির এক ধর্মীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার জামিন আবেদন খারিজ হওয়ার পর মুলতান আদালত থেকে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়।
এনডিটিভির খবরে বলা হয়, জামিনের মেয়াদ বাড়াতে বৃহস্পতিবার পাঞ্চাব প্রদেশের মুলতান আদালতে হাজির হন কাভি। কিন্তু আদালত তার জামিনের মেয়াদ না বাড়িয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরে তদন্তকারী অফিসার নুর আকবর জানিয়েছেন, জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর আইনজীবীদের সহায়তায় পালানোর চেষ্টা করে কাভি। তবে শেষ রক্ষা হয়নি। আদালত থেকে পালালেও পরক্ষণে হাইওয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
প্রসঙ্গত, কান্দিল বালোচ হত্যাকাণ্ডে তাঁর ভাই মোহম্মদ ওয়াসিম আজিমকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, দিদিকে খুনের কথা স্বীকার করেছেন আজিম।তাঁর দাবি, পারিবারিক ‘সম্মান’ রক্ষার জন্যই তিনি এই খুন করেছেন। আর কাভির বিরুদ্ধে অভিযোগ তিনিই আজিমকে বোনকে হত্যা করতে উৎসাহিত করেছিলেন।
বিডি-প্রতিদিন/২০ অক্টোবর, ২০১৭/মাহবুব