২০১৩ সালে 'নেশা' ছবির মাধ্যমে পুরোদমে অভিনেত্রী হিসেবে অভিষেক হয় বলিউডের বিতর্কিত মডেল পুনম পান্ডের। ছবিটি ফ্লপ হওয়ার পর অবসর সময় কাটছে তার। কিন্তু তিনি নিয়মিত থাকছেন আলোচনায়।
খবরের শিরোনাম হতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রামে নিত্য নতুন নিজের খোলামেলা ছবি পোস্ট করছেন পুনম। যা মুহূর্তেই ভাইরাল হচ্ছে, বিতর্ক সৃষ্টি করছে। এ বছরের মার্চে মুক্তি পাওয়া 'আ গায় হিরো'র একটি গানে গোবিন্দের সঙ্গে কোমর দুলিয়েছেন পুনম। ছবিটি যেমন ফ্লপ হয়েছিল পুনম থাকা সত্ত্বেও গানটি জনপ্রিয় হয়নি।
মাঝে শোনা গিয়েছিল, 'নেশা'র সিক্যুয়েলে কাজ করবেন। কিন্তু মূল ছবিটা যেখানে ভালো করেনি, সেখানে সিক্যুয়েলের ভবিষ্যৎটাই বা কী হবে? এজন্যই হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভবিষ্যৎ খুঁজছেন পুনম।
বিডি প্রতিদিন/২১ অক্টোবর, ২০১৭/ফারজানা