জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম জন্ডিসে আক্রান্ত হয়ে গত চার দিন ধরে হাসপাতালে ভর্তি আছেন।
গত বুধবার রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পুরোপুরি সুস্থ হতে আরও দুই-তিন দিন তাকে হাসপাতালে থাকতে হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এর আগে গত ২৯ আগস্ট পূবাইলে শুটিং করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন এ অভিনেতা। তখন অবশ্য তাকে প্রচণ্ড বুকে ব্যথা নিয়ে উত্তরার একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছিল। ৫০ দিনের ব্যবধানে আবার হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় এ অভিনেতা।
চিকিৎসক তাকে মাসখানেক পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এদিকে মোশাররফ করিমের সুস্থতা চেয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী রোবেনা রেজা জুঁই।
বিডিপ্রতিদিন/ ২১ অক্টোবর,২০১৭/ ই জাহান