বেশ কয়েকদিন ধরে খবরের শিরোনামে রয়েছে তামিল ছবি ‘মার্শাল’৷ ভারত সরকারের সমালোচনায় করা হয়েছে বলে এমনই অভিযোগে ছবি থেকে কয়েকটি সংলাপ বাদ দেওয়ার দাবি তোলে বিজেপি৷ এরপর ছবির বাক স্বাধীনতার হস্তক্ষেপ করার অভিযোগ তুলে বিজেপির সমালোচনায় সরব হয় কংগ্রেসসহ অন্যান্য বিরোধী দল৷
তামিল সেই ছবি ‘মার্শাল’কে কেন্দ্র করে এবার বিজেপি নেতাদের সঙ্গে বিবাদে জড়ালেন বলিউড অভিনেতা-পরিচালক ফারহান আখতার৷ একের পর এক টুইট করে এই অভিনেতার সঙ্গে বাক-যুদ্ধে জড়ালেন বিজেপি মুখপাত্র জিভিএল নরসিমা রাও৷
সম্প্রতি এক সাক্ষাৎকারে বেশিরভাগ অভিনেতার বোধবুদ্ধি ও সাধারণ জ্ঞান অনেক কম হয় বলে মন্তব্য করেন নরসিমা রাও৷ তার এমন মন্তব্যের পরই চটে যান ফারহান আখতার৷ টুইট করে তার কড়া জবাবও দেন তিনি৷ ফারহান তার টুইটার হ্যান্ডেলে লেখেন, অভিনেতাদের সম্পর্কে এটাই আপনার ধারণা? আপনার সাহস হয় কি করে? শেম স্যার৷
ফারহানের টুইটের জবাব দিতে দেরি করেননি নরসিমা রাও৷ তিনি অভিনেতাকে অসহিষ্ণু না হওয়ার পরামর্শ দেন৷ সেই সঙ্গে তার সুউপদেশ, সমালোচনা গ্রহণ করতে শেখ৷
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর