সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ‘দ্য বর্ডার’ নাটকের শুভমুক্তি অনুষ্ঠান। এতেই হাজির হয়েছিলেন ঢাকাই ছবির বরেণ্য অভিনেতা মিশা সওদাগর। অবৈধভাবে বিদেশ গমন রোধে জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতেই নির্মিত হয়েছে নাটকটি।
ইমিগ্রেশন ও স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম শা এসোসিয়েটসের প্রযোজনায় নির্মিত হয়েছে এটি। সুপ্রিয় কুমার চক্রবর্তীর রচনায় এটি নির্মাণ করেছেন অলি আহমেদ।
মিশা সওদাগর বলেন,‘ মানব পাচার আমাদের দেশের অন্যতম একটি সমস্যা। এমন অন্যায় কাজের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে আমাদের সবারই এগিয়ে আসা উচিত। আমাদের দেশের অনেক মানুষ এখন অবৈধ উপায়ে বিদেশে যেতে গিয়ে পাচারের স্বীকার হচ্ছেন। বিষয়টি গল্পের মাধ্যমে মানুষকে সচেতন করতে যারা নাটকটি বানিয়েছেন তাদের ধন্যবাদ।’
উক্ত অনুষ্ঠানে নাটকটির প্রদর্শন শেষে নাটকটির অভিনয় শিল্পী ও পরিচালকের হাতে ক্রেস্ট তুলে দেন। সচেতনতা বাড়াতে নাটকটি বিভিন্ন চ্যানেলসহ বিভিন্ন প্লাটফর্মে প্রচার হবে বলে জানা যায়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন