বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো ‘বর্জ্যের বিনিময়ে স্বাস্থ্যসেবা’ শীর্ষক কর্মসূচি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সার্বিক সহযোগিতা ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার নগরের ২ নম্বর গেটে বিদ্যানন্দ দাতব্য চিকিৎসালয়ে এই কর্মসূচি চালু করা হয়। চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এটি উদ্বোধন করে।
এই কর্মসূচির আওতায় প্রান্তিক জনগোষ্ঠী প্রাথমিকভাবে তাদের কুড়ানো প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে এই হাসপাতাল থেকে স্বাস্থ্যসেবা পাবেন। এই সেবার মধ্যে বিশেষজ্ঞ ডাক্তার, ওষুধ, ল্যাব টেস্ট সুবিধা রয়েছে। ধীরে ধীরে অন্যান্য রিসাইক্লেবল বর্জ্যও বিনিময় করা যাবে।
অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টর মো. জামাল উদ্দিন, শিশু বিশেষজ্ঞ ডা. মুজিবুর রহমান, শিশু বিশেষজ্ঞ ডা. নিউটন ঘোষ প্রমুখ। উদ্বোধনের দিন চসিক মেয়র নিজেই পরিত্যক্ত প্লাস্টিকের বিনিময়ে বেশ কিছু রোগীকে সরাসরি নিজ হাতে চিকিৎসা সেবা দিয়েছেন। মাঝে মাঝেই এই হাসপাতালে স্বেচ্ছাশ্রম দিতে আসবেন বলে জানালেন।
চসিক মেয়র বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশন দীর্ঘ সময় ধরে তাদের ইনোভেটিব আইডিয়ার মাধ্যমে সিটি কর্পোরেশনকে বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা করে যাচ্ছে। আজকের এই করমসূচির মাধ্যমে এই সহযোগিতা আরও এক ধাপ এগিয়ে গেল। আজকের এই ইনোভেশন বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনায় একটি রোল মডেল হিসেবে থাকবে।
বিডি প্রতিদিন/এমআই