বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) পোশাক শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখার জন্য কাস্টমস বন্ড-সংক্রান্ত পরিষেবাগুলো আরও দ্রুততর ও সহজতর করা এবং নীতি সহায়তা প্রদানের জন্য কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা (দক্ষিণ) কে অনুরোধ জানিয়েছে।
আজ বিজিএমইএ'র পরিচালক ফয়সাল সামাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল, কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা (দক্ষিণ) এর কমিশনার মোহাম্মদ হাসমত আলীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করে এ অনুরোধ জানান। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বিজিএমইএ এর পরিচালক সুমাইয়া ইসলাম ও পরিচালক কাজী মিজানুর রহমান। এসময় কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (দক্ষিণ) এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে বিজিএমইএ'র পরিচালক ফয়সাল সামাদ, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের পক্ষ থেকে পোশাক শিল্পের কাস্টমস বন্ড সংক্রান্ত প্রক্রিয়াগুলো সহজ করা এবং নীতি সহায়তা প্রদানের অনুরোধ জানিয়ে লেখা একটি চিঠি কমিশনার মোহাম্মদ হাসমত আলীকে হস্তান্তর করেন। চিঠির আলোকে পোশাক শিল্পের প্রতিযোগীতার সক্ষমতা ধরে রাখতে কাস্টমস প্রক্রিয়াগুলোকে সহজীকরণ, দ্রুততর ও হয়রানিমুক্ত করা নিয়ে আলোচনা হয়।
বিজিএমইএ পরিচালকগন পোশাক রফতানিকারক প্রতিষ্ঠানের বার্ষিক নিরীক্ষা কার্যক্রম সহজীকরণ, জুন ২০২২ এর মধ্যে সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত হওয়া ইউডি বহির্ভূত ব্যাক টু ব্যাক এল/সি-গুলো দ্রুততার সাথে নিষ্পন্ন করা, সিবিএমএস সফটওয়্যারের মাধ্যমে বন্ড রেজিস্ট্রার সংরক্ষণ, উপযুক্ত কারণ ব্যতীত শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে কাটিং তদারকির শর্ত আরোপ না করা, বন্ড লাইসেন্সে এইচ,এস,কোড সংযোজনের কার্যক্রম সহজ করার জন্য পদক্ষেপ নিতে কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা (দক্ষিণ) এর কমিশনারকে অনুরোধ জানান।
সভায় পোশাক শিল্পের স্বল্প মেয়াদী ও দীর্ঘ মেয়াদী সমস্যাগুলো সমাধানের জন্য পূর্বের ন্যয় সকল কাস্টমস হাউজ, বন্ড কমিশনারেট, জাতীয় রাজস্ব বোর্ড এবং শুল্ক গোয়েন্দা দফতরের প্রতিনিধিসহ সকল স্টেকহোল্ডার সমন্বয়ে একটি জয়েন্ট ওয়ার্কিং কমিটি পুনর্গঠনের বিষয়ে জরুরি ভিত্তিতে উদ্যোগ গ্রহণের জন্য বিজিএমইএ নেতারা অনুরোধ জানান।
কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (দক্ষিণ) এর কমিশনার মোহাম্মদ হাসমত আলী বলেন, একটি অনুকূল ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার জন্য কাস্টমস-সংক্রান্ত পরিষেবাগুলো আরও দ্রুত ও সহজতর করার জন্য এরই মধ্যে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। যে কোনো উদ্ভূত সমস্যা দ্রুততম সময়ের মধ্যে সমাধান ও কার্যক্রম সহজ করে রফতানির লক্ষ্যমাত্রা অর্জনে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
বিডি প্রতিদিন/আরাফাত