উত্তর গাজার জাবালিয়াতে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সমন্বিত হামলায় চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম এই ঘটনাকে কঠিন পরিস্থিতি বলে বর্ণনা করেছে।
'হাদাশোত বাজমান' নামে একটি ইসরায়েলি সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, একটি সাঁজোয়া ইউনিটের চার সেনা জাবালিয়া এলাকায় একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা হাতে তৈরি বোমার বিস্ফোরণে নিহত হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভোরের দিকে যোদ্ধারা একটি ইসরায়েলি ট্যাংকের ওপর আইইডি বিস্ফোরণ ঘটায়। এরপর তারা ট্যাংকটিতে গুলি চালিয়ে আগুন ধরিয়ে দেয়, যার ফলে ট্যাংকের সব সদস্য নিহত হয়। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, হেলিকপ্টার করে আহতদেরকে তেল আবিবের ইকোলভ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সূত্র: আল মায়াদিন
বিডি প্রতিদিন/নাজমুল