বগুড়ার ধুনট উপজেলায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে তার দুলাভাইয়ের বিরুদ্ধে। ওই শিক্ষার্থীকে বাড়িতে একা পেয়ে তার দুলাভাই ইউসুব আলী (২৫) গলায় ছুরি ধরে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার সকালে এ ঘটনায় ওই শিক্ষার্থীর বড় ভাই বাদি হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত ইউসুব আলী উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সুলতানহাটা পেচেরপাড়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, উপজেলার ঘুগড়াপাড়া গ্রামের এক কৃষকের মেয়ে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করে। গত ১২ জুলাই দুপুরে সে দুলাভাই ইউসুব আলীর বাড়িতে বেড়াতে যায়। এ সময় তার বড় বোন চিকিৎসার কাজে ধুনট শহরে ছিলেন। ওই বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে ইউসুব আলী তার শ্যালিকাকে কৌশলে ঘরের ভেতর নিয়ে যায়। এরপর গলায় ছুরি ধরে বিকেল পর্যন্ত একাধিকবার ধর্ষণ করে।
এ অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বাবার বাড়িতে পাঠিয়ে দেয় ইউসুব আলী। এরপর ওই শিক্ষার্থী বাড়িতে ফিরে স্বজনদের কাছে ঘটনার বর্ণনা দেয়। তখন পরিবারের লোকজন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে ৯ আগস্ট পর্যন্ত চিকিৎসা নিয়ে ওই শিক্ষার্থী সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে।
এ ঘটনায় ৩১ আগস্ট ওই শিক্ষার্থীর ভাই বাদি হয়ে ইউসুব আলীর বিরুদ্ধে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে ধুনট থানার অফিসার ইনচার্জকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেন।
ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, আদালতের আদেশে থানায় ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে। এ মামলার আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/কেএ