‘পুরোনো দিনের গান আজও ভরে মনপ্রাণ’-কথাটা যেন বর্তমানকালে এসেও সত্যি প্রমানিত হচ্ছে। সেই ৯০ দশকের সাড়া জাগানো গানকে মডার্ণ ফ্লেভারে উপস্থাপন করে আবারো তৈরি হল একটি চমৎকার গানের মিউজিক ভিডিও।
ইমতিয়াজ বাবুর গাওয়া ৯০ দশকের সাড়া জাগানো গান ‘ও পরানের পাখিরে’ আসছে নতুন আবহে। কাজী ফারুক বাবুলের লেখা গানটির প্রথম চার লাইনের সাথে জোড়া দিয়ে বাকি কথাগুলো লিখেছেন রবিউল ইসলাম জীবন। আর খায়েম আহমেদের সংগীত পরিচালনা করা গানটিকে নতুনভাবে সংগীতায়োজন করেছেন তুহিন আহমেদ আল আমিন। ম্যাক্সব্যাগ প্রেজেন্টস এই গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই শিল্পী বেলাল খান ও বাঁধন সরকার পূজা আর র্যাপ করেছেন স্লিম কিড। সম্প্রতি এই গানটির একটি ট্রেইলার প্রকাশ করা হয়েছে।
ভিজ্যুয়ালাইজারের ব্যানারে নির্মিত নির্মাতা সৈকত নাসিরের সার্বিক তত্ত্বাবধানে ভিডিওটি নির্মাণ করেছেন নির্মাতা মতিউর সুমন। এদিকে এই গানে একেবারে ভিন্নলুকে হাজির হয়েছেন মডেল অর্ণব মারগুইলিস অন্তু ও মুমতাহিনা চৌধুরী টয়া। অর্ণব-টয়া ছাড়াও ভিডিওতে বেলাল-পুজা ও র্যাপার স্লিম কিডও অংশ নিয়েছেন। দৃষ্টিনন্দন পোষাক, উপস্থাপন আর নাচে তাদের উপস্থিতি ছিল দেখার মতো।
গানটি প্রসঙ্গে অর্ণব ও টয়া একসুরে বলেন, ‘একেবারে ভিন্ন গেটআপ আর নাচে দর্শকরা মিউজিক ভিডিওতে আমাদেরকে দেখতে পাবেন। এটি বিখ্যাত একটি পুরনো গান। নির্মাতা নতুন প্রজন্মের কথা মাথায় রেখেই ভিডিওটি নিমার্ণ করেছে।’ বিএফডিসিতে এই গানটির শুটিং হয়। জানা যায়,আগামী ৩১ জানুয়ারি পুরো গানটি এস এ প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর