ভারতের জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে একাধিক ক্রমে এটা প্রমাণিত হয়েছে, যে বিজেপির ইন্ধনেই এমন সাহস পেয়েছে করনি সেনারা। কিন্তু পশ্চিমবঙ্গে রাজ্যে কিছুই করতে পারেননি করনি সেনা। কিছুটা সেই কারণেই ঝিমিয়ে পড়েছে রাজ্য বিজেপিও।
তাই নজর ঘোরাতে পশ্চিমবঙ্গে বিজেপি অন্য সুরে কথা বলছে। এই রাজ্যের বিজেপি নেতা রূপা গাঙ্গুলি জানিয়ে দিলেন, “ভাল না লাগলে ছবি দেখো না। কিন্তু তার জন্য বাস পোড়াতে হবে কেন? এ সবই রাজনীতি। রাজনীতি যখন আকাশে-বাতাসে মানুষের নিঃশ্বাসে প্রশ্বাসে চলে আসে, তখন এই অবস্থাই
তিনি জানিয়ে দেন, কোথাও কোন রকম হস্তক্ষেপের দরকার আছে বলে ব্যক্তিগতভাবে মনে করেন না। এই ধরনের কাজকর্ম পছন্দ করেন না বলেও স্পষ্ট কথা নেত্রীর। বরং তিনি জানান, যারা এই ধরনের কাজ করেছে, কোনও রাজনীতির রং না দেখে তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর