টমাস জেফরি হ্যাঙ্কস। হলিউডে যিনি টম হ্যাঙ্কস নামেই সমধিক প্রসিদ্ধ। একই সঙ্গে তিনি একজন অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা।
মার্কিন সিনেমা জগতে তিনি একজন জীবন্ত কিংবদন্তি। সেভিং প্রাইভেট রাইয়ান, বিগ, ক্যাপ্টেন ফিলিপস ও কাস্ট অ্যাওয়ের মতো ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন তিনি। সেরা অভিনেতা হিসেবে দুবার অস্কার ও চারবার গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়েছেন।
চার দশক ধরে তিনি হলিউডে বাঘা বাঘা অভিনেতা ও পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। হেন কোনো চরিত্র নেই তিনি অভিনয় করেননি। কিন্তু এত কিছুর পরও টমের মনে একটা আক্ষেপ রয়ে গেছে। এখন পর্যন্ত জেমস বন্ড সিরিজের কোনো ছবিতে অভিনয় করার জন্য তার কাছে কেউ প্রস্তাবই রাখেননি।
টাইম আউট লন্ডন ম্যাগাজিনকে টম জানান, তিনি জেমস বন্ডের পরিবারের একজন সদস্য হতে চান এবং সেখানে খলনায়কের চরিত্রে অভিনয় করতে চান। তিনি বলেন, ‘যদি তা-ই হয় আমি খুব খুশি হতাম। কিন্তু কেউ আমাকে কোনো পর্বের জন্যই প্রস্তাব দেননি। আমি এমন এক চরিত্রে অভিনয় করতে চাই যে বলবে, জেমস বন্ড, তোমাকে হত্যা করার আগে আমি চাই আমার স্থাপনাতে একটু চোখ বুলিয়ে নাও।’ টমকে ভক্তরা ভালো মানুষের চরিত্রে দেখতেই অভ্যস্ত। ভক্তরা কি হঠাৎ এ পরিবর্তন মেনে নিতে পারবে?
উল্লেখ্য, টম এ বছর স্টিভেন স্পিলবার্গের ‘দ্য পোস্ট’ ছবিতে অভিনয় করে গোল্ডেন গ্লোবের মনোনয়ন পেয়েছিলেন। তার সঙ্গে এ ছবিতে ছিলেন মেরিল স্ট্রিপস। তিনি গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করে নেন এবং অস্কারেও মনোনয়ন পেয়েছেন।
দ্য পোস্ট ছবি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। ভিয়েতনাম যুদ্ধ নিয়ে মার্কিন সরকার জনগণের কাছে যে মিথ্যা তথ্য দিয়েছিল, তা ফাঁস করে দেয় নিউইয়র্ক টাইমস। এরপর ওয়াশিংটন পোস্ট পত্রিকার প্রকাশক ও সম্পাদক হয়ে মেরিল ও টম নিজেদের ক্যারিয়ারকে ঝুঁকির মুখে ফেলে তা প্রকাশ করেন। এটি নিয়েই ছবির গল্প।
বিডিপ্রতিদিন/ ২৭ জানুয়ারি, ২০১৮/ ই জাহান