নেহা ধুপিয়ার টিভি শো'তে গিয়ে বেশ কয়েকটি বোমা ফাটিয়েছেন দীপিকা পাড়ুকোন। রণবীর সিংহকে বলিউডের বেস্ট কিসারের তকমা দিয়েছেন, করেছেন একের পর এক বিতর্কিত মন্তব্য। তার মধ্যে একটি হলো, এই অভিনেত্রীকে তিনি নিজের বিয়ের কক্ষণও দাওয়াত করবেন না।
দীপিকার সাথে ছিলেন তার বোন পেশাদার গলফার আনিশা। দুই বোন ক্যামেরার সামনেই নানা বিষয়ে তুমুল হাসাহাসি করেন, আনিশা তো এমনও বলে দেন, যে দীপিকার ৪ বছর আগেই এনগেজমেন্ট হয়েছে। কিন্তু এরপর দীপিকা যা বলেন, তার কাছে এ কিছুই না।
সে ইট অর স্ট্রিপ ইট বিভাগে নেহা দীপিকাকে প্রশ্ন করেন, ক্যাটরিনা কাইফকে নিজের বিয়েতে নিমন্ত্রণ করবেন কিনা তিনি। জবাবে দীপিকা এক কথায় বলে দেন, না।
রণবীর কাপুরকে নিয়ে দীপিকা-ক্যাটরিনার অশান্তির খবর অবশ্য নতুন কিছু নয়। ক্যাটরিনার সাথে রণবীরের সম্পর্ক ভেঙে গেলেও প্রাক্তন প্রেমিকা দীপিকার সাথে কাপুর তনয়ের ঘনিষ্ঠতা ক্যাটরিনার মোটেও পছন্দ ছিল না। বিশেষ করে তামাসা ছবির শ্যুটিংয়ের সময় এ নিয়ে তুমুল অশান্তি হয়। দীপিকার বর্তমান প্রেমিক রণবীর সিংহও ক্যাটের সাথে ছবির অফার ফিরিয়ে দিয়েছেন।
বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি ২০১৮/আরাফাত